কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু ব্যবসা, ২ জনের কারাদণ্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অননুমোদিতভাবে বালু মহল স্থাপন ও ব্যবসার মাধ্যমে নদীতীর ভাঙন এবং সড়কের ব্যাপক ক্ষতি করায় দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন শাহ আলম (৩২) ও দিদার (২৭)। এসময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদীর তীরে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘অবৈধভাবে বালু মহাল স্থাপন ও পরিবহনের কারণে নদী তীরে ভাঙন ও সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তাই এসব অননুমোদিত বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।’
আমাদের সময়/আরআর