রাজবাড়ীতে স্কুল শিক্ষককে রড-হাতুরী দিয়ে পিটিয়ে আহত
রাজবাড়ীর পাংশায় ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করায় প্রকাশ্যে দিবালোকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমর কুমার দাসকে (৭৫) হাতুরী ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাংশা উপজেলার পাট্টা বাজারে এ হামলার ঘটনা ঘটে। তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের ননী গোপাল দাসের ছেলে।
এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শনিবার (১ নভেম্বর) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার দাসের বাড়িতে রাত ১১টা ২০ মিনিটে মুখোশধারী ৪ জন সশস্ত্র আসামি বাড়িতে অনধিকার প্রবেশ করে পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা সমর দাসের স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে আহত করে এবং জোরপূর্বক নগদ ১ লাখ টাকা ও একটি অপপো ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত সোমবার (৩ নভেম্বর) থানায় একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ হোসেন সোহাগ (৩০), একই ইউনিয়নের জোনা গ্রামের অমরেন্দ্রনাথ বালার ছেলে অসিম বালা ওরফে অসিতকে (২০) গ্রেপ্তার করা হয়। এরপর বাজারে গেলেই তাকে হাতুরী ও রড দিয়ে ৪-৫জন এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ নভেম্বর) আসামিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। পরে মারধরের ঘটনা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।’
আমাদের সময়/আরআর