ট্রাম্পের জন্য বড় ধাক্কা
যুক্তরাষ্ট্রে গতকাল তিনটি নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থীরা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম বড় তিনটি নির্বাচনে তার দল রিপাবলিকান পরাজিত হলো। যদিও নির্বাচনী ব্যালটে ট্রাম্পের নাম ছিল না, তবু ট্রাম্পই যেন অদৃশ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। এ কারণে নির্বাচনের হারকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার নিউইয়র্কের মেয়র নির্বাচনে চমকপ্রদ জয় পান ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এ ছাড়া নিউজার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটরা জাদু দেখিয়েছেন। ট্রাম্প কখনই চাননি মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হোক। সবসময় তিনি মামদানির বিরোধিতা করেছেন। নিউজার্সির গভর্নর পদে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল। শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করেছেন। অন্যদিকে ভার্জিনিয়ায় গভর্নর পদে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয়ী হয়েছেন। স্প্যানবার্গার সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। তিনি সিআইএর সাবেক কর্মকর্তা। স্প্যানবার্গার হতে যাচ্ছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট গভর্নর গেভিন ন্যুসাম নির্বাচনী ম্যাপ পরিবর্তনের অনুমতি চেয়ে একটি গণভোটের আয়োজন করেন। ন্যুসামের এ উদ্যোগে ক্যালিফোর্নিয়ার ভোটাররা সমর্থন দিয়েছেন। এর ফলে আগামী বছর নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানরা বিপর্যয়ের মুখে পড়তে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস