সুদানের যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে : জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একই সঙ্গে তিনি যুদ্ধ ও সহিংসতা বন্ধে আহ্বান জানান। এদিকে দেশটির কোরদোফান অঞ্চলে মৃত ব্যক্তির জানাজায় হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। খবর গার্ডিয়ান ও আল জাজিরার।
সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্রায় ১৮ মাস ধরে অবরোধের পর সম্প্রতি দারফুরের এল ফাশার দখল করে।
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আরএসএফের মধ্যে দুই বছরের গৃহযুদ্ধ একবিংশ শতাব্দীর সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটি। ১৫০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা সোমবার বলেছেন যে তারা এল ফাশারে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য অপরাধের প্রমাণ সংগ্রহ করছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কাতারে বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বলেন, সুদানে ভয়াবহ সংকট... নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি সংঘাতরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে আসার এবং সহিংসতা বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে কোরদোফান অঞ্চলে হামলাটি কবে ঘটেছে বা কারা এর পেছনে রয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর ওসিএইচএ। তবে সংস্থাটি জানিয়েছে, কোরদোফান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানায়, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গতকাল উত্তর কোরদোফান রাজ্যের রাজধানী আল-ওবাইদে একটি জানাজায় হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস