পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার টাকা
পদ্মা নদীতে ধরা পড়া ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি। ছবি: আমাদের সময়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার টাকায়।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, বিকেলের দিকে হালিম আড়তদারের মাছের আড়তে নিলামের মাধ্যমে ৩৮০০ টাকা কেজি দরে মোট ৭২২০ টাকায় তিনি ইলিশটি ক্রয় করেন।
পরে তিনি অনলাইনে ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। সন্ধ্যার দিকে চট্টগ্রামের এক ইতালি প্রবাসী ক্রেতা ৪২০০ টাকা কেজি দরে ইলিশটি কেনার আগ্রহ প্রকাশ করেন। অবশেষে ৪২০০ টাকা কেজি দরে মোট ৭৯৮০ টাকায় বিক্রি হয় পদ্মার এ ইলিশটি।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দৌলতদিয়া পদ্মা নদীর ইলিশের স্বাদ ও গুণমান দেশজুড়ে প্রসিদ্ধ। বিশেষ করে বড় আকারের ইলিশের জন্য অনলাইন ও বিদেশি ক্রেতাদের আগ্রহ এখন অনেক বেড়েছে।
আমাদের সময়/আরডি