মামদানির জয়ে ইহুদিদের নিউইয়র্ক ছাড়ার ডাক ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ২১:৩১
শেয়ার :
মামদানির জয়ে ইহুদিদের নিউইয়র্ক ছাড়ার ডাক ইসরায়েলি মন্ত্রীর

নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস রচনা করেছেন। তিনি নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে দাপট দেখিয়েছেন।

এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থি প্রবাসী কল্যাণ ও ইহুদিবিদ্বেষ দমন মন্ত্রী আমিচাই চিকলি জোহরান মামদানির কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি নিউইয়র্কের ইহুদিদের যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, 'যে শহরকে এক সময় বৈশ্বিক স্বাধীনতার প্রতিকৃতি হিসেবে দেখা হতো, সে শহরের চাবি এখন এক হামাস সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, ‘মামদানির দৃষ্টিভঙ্গি জিহাদি ধর্মান্ধদের দৃষ্টিভঙ্গির থেকে খুব বেশি দূরে নয়, যারা ২৫ বছর আগে তাদের নিজস্ব তিন হাজার লোককে হত্যা করেছিল,’ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটনে আল-কায়েদার হামলার কথা উল্লেখ করেন তিনি।

আমাদের সময়/আরডি