ঝিনাইদহে যুবলীগ সভাপতিকে গণপিটুনি, উদ্ধার করল পুলিশ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম মোল্লাকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের এলজিইডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ শামীম মোল্লাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলজিইডি অফিসে যান ঠিকাদার শামীম মোল্লা। বিষয়টি জানতে পেরে একদল ছাত্র-জনতা এলজিইডি অফিসের আশপাশে অবস্থান নেয়। পরে তারা এলজিইডি অফিসে ঢুকে ঠিকাদার শামীম মোল্লাকে মারধর শুরু করে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ এলজিইডি অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলী সাহাবুল আলম জানান, ঠিকাদার শামীম মোল্লা পূর্বের কাজ করা বিলের জন্য কথা বলতে আসছিলেন। একদল ছাত্র-জনতা তার ওপর কিলঘুষি মারতে মারতে অফিসের দ্বিতীয় তলা থেকে নিচে নিয়ে যায়। এ সময় পুলিশ ঠিকাদার শামীম মোল্লাকে নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মারধর করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শামীম মোল্লাকে উদ্ধার করে। যেহেতু তার বাড়ি শৈলকুপা উপজেলায় এজন্য তাকে শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
আমাদের সময়/আরডি