চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরওয়ার বাবলা নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহ নগরীর বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করছিলেন। এ সময় তার ওপর গুলি করা হয়। পায়ে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে তাৎক্ষনিকভাবে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের লোকজন সেখানে কাজ করছে।’
আমাদের সময়/জেআই