সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের হাত থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজার পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মামলার আসামি হিসেবে পরিচিত ছিলেন বোরহান উদ্দিন। মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যেই এলাকায় চলাফেরা করছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যান।
এ সময় খবর পেয়ে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর প্রায় দুই শতাধিক লোক ক্যাম্পের সামনে জড়ো হয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিতে চাপ সৃষ্টি করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বোরহান উদ্দিনকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার পথে হামলার মুখে পড়ে। এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে বোরহানকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।
অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহানকে গ্রেপ্তারের পর সরাইল থানায় নেওয়ার পথে শতাধিক দুষ্কৃতকারী হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্ত চলছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে এ ঘটনায় প্রকৃত আসামিসহ যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের সময়/আরডি