কত ভোটে জয়ী হলেন জোহরান মামদানি

॥আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৬
শেয়ার :
কত ভোটে জয়ী হলেন জোহরান মামদানি

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ১৮৯২ সালের পর তিনিই শহরের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বেশ বড় ব্যবধানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পেছনে ফেলে নিউইয়র্ক

 সিটির নতুন মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জোহরান মামদানি পেয়েছেন প্রাপ্ত ভোট ১০ লাখ ৩৬ হাজার ৫১টি ভোট। যা মোট ভোটের ৫০ দশমিক ৬ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ৯৯৫ ভোট, যা মোট ভোটের ৪১ দশমিক ৬ শতাংশ। ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১৩৭ ভোট (৭ দশমিক ১ শতাংশ)। প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। (সূত্র: এনবিসি নিউজ)