বাঁশতলা সীমান্ত এলাকা থেকে ১৪ ভারতীয় গরু আটক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা সীমান্তের মৌলারপাড় থেকে ভারতীয় গরুগুলো আটক করে।
বিজিবি জানিয়েছে, আটককৃত ১৪টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা। চোরাচালানের ভারতীয় গরু আটক করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা সীমান্তে অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
আমাদের সময়/আরআর