যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৫, ১৩:২৩
শেয়ার :
যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) ভোরে মেঘনা নদীর গজারিয়া অংশে লঞ্চটি তল্লাশি করে জাটকাগুলো জব্দ করা হয়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি আসা যাওয়া-৫ লঞ্চে তল্লাশিকালে ১ হাজার কেজি জাটকা পাওয়া যায়। তবে এসময় জাটকাগুলোর মালিক অথবা যে ঢাকায় নিয়ে যাচ্ছে, এমন কাউকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং গরীব দুস্থদের মাঝে বিলি করে দেওয়া হয়েছে।’

আমাদের সময়/আরআর