‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি’
শোবিজের জনপ্রিয় মুখ কুসুম সিকদার। এক সময় অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তিনি। নিয়মিত কাজ করেছেন নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে। তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম। যেখানে তার মন্তব্যে উঠে এসেছে, পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব।
অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কুসুম সিকদার বলেন, ‘কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমার এমন একটা সমস্যার মধ্যদিয়ে যাচ্ছি যে, আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারব না।’
নিজের সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপাতত কাজ না করি। যদি কখনো আবার পারি করব।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ