গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ৬টি গুদাম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৫, ১২:১১
শেয়ার :
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ৬টি গুদাম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস এর উপর সহকারী পরিচালক মো. মামুন আগুনের সত্যতা নিশ্চিত করে আমাদের সময়কে জানান, বুধবার (৫ নভেম্বর) ভোর ৬টা ২২ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে, এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা যায়।

আমাদের সময়/আরআর