বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-গুলিসহ আটক ৪

সাভার প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৫
শেয়ার :
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-গুলিসহ আটক ৪

আশুলিয়ায় একটি বাংলো বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব।

আটককৃতদের মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।

এর আগে বিকেল থেকে আশুলিয়ার গাজিরচট এলাকার চিহ্নিত ভুমিদস্যু এম এ মতিনের বাংলো বাড়িতে আট ঘণ্টা ধরে চলে এই অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলো বাড়িটিতে অভিযান চালানো হয়। 

এসময় কৌশলে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে ৪ জন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ বিপুল সংখ্যক এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

আমাদের সময়/আরআর