তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু
নেপালের মাউন্ট ইয়ালুং রিতে একটি ক্যাম্পে তুষারধসে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুজন স্থানীয় গাইড নিহত হয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন।
বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা ও পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনজন মার্কিন নাগরিক, এক কানাডীয় ও জন ইতালীয় ছিলেন। উদ্ধারকারীরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেটি ফিরে যেতে বাধ্য হয়।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
মাউন্ট ইয়ালুং রি ৫ হাজার ৬০০ মিটার উঁচু শৃঙ্গ। এটিকে উচ্চ পর্বত আরোহণের পূর্ব অভিজ্ঞতা নেই এমন শিক্ষানবিসদের জন্য উপযুক্ত পর্বত হিসেবে বিবেচনা করা হয়।
নেপাল বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির আবাসস্থল, যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে। দ্য গার্ডিয়ান।