চট্টগ্রাম-কক্সবাজার বন্দরে ৩ নম্বর সংকেত
ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব কাটতে না কাটতেই গতকাল মঙ্গলবার আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে সাগর অস্থির থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এবং বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, লঘুচাপের প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সতর্কভাবে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
অধিদপ্তর বলছে, লঘুচাপটি শক্তিশালী হলে সাগর আরও উত্তাল হতে পারে, তাই নৌযান ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?