৫ বছর পর মামলায় খালাস পেয়েও বাড়ি ফেরা হলো না সুমনের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ২২:১৪
শেয়ার :
৫ বছর পর মামলায় খালাস পেয়েও বাড়ি ফেরা হলো না সুমনের

দীর্ঘ ৫ বছর ধরে আইনি লড়াই শেষে নোয়াখালীর বিচারিক আদালতে খালাস পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুলতান আহমেদ সুমন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জের কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বসুরহাট-কবিরহাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিরাজ উল্যাহর ছেলে।

জানা যায়, দুপুরে মাদকের ওই মামলায় খালাস পান। পরে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বসুরহাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন সুমন।

অটোরিকশাটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমনসহ অটোরিকশার তিন যাত্রী গুরতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও একজন যাত্রী মারা যায়।

সুমনের মামলার আইনজীবী এ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন বলেন, ‘দুপুর ১ টার দিকে বিজ্ঞ আদালত সুমনকে জিআর মাদক মামলা থেকে খালাস প্রদান করেন। তিনি অনেক দিন ধরে মামলাটি নিয়ে দুশ্চিতায় ছিলেন। খালাস পেয়ে খুশিতে আমাকে জড়িযে ধরেন।’

এ বিষয়ে সুমনের ভাতিজা মো. রিয়াদ হোসেন বলেন, ‘আমার কাকা টানা ৫ বছর একটি মাদকের মামলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আজ মামলা থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু মুক্ত হয়ে বাড়ি ফিরতে পারলেন না।’