মাধুরীকে বয়কটের দাবি
রেখা-পরবর্তী অধ্যায়ে বলিউডে যিনি সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তায় অনায়াসে ‘এভারগ্রিন’ তকমা অর্জন করেছেন; তিনি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার পেশাদারত্ব নিয়ে কখনও প্রশ্ন তোলেন না পরিচালক-প্রযোজকরা। এবার সেই মাধুরীর ‘পেশাদারত্ব জ্ঞান’ই প্রশ্নের মুখে!
অভিনেত্রীর কানাডার শো ঘিরে বিতর্ক এখন আলোচনায়। প্রথম শোয়েই তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোয় কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে। পাশাপাশি ‘ধক ধক গার্ল’-এর কানাডা কনসার্ট বয়কটের দাবিও উঠেছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মাধুরীর কানাডার শো ঘিরে ভক্তদের উন্মাদনার অন্ত ছিল না। তবে প্রথম শোয়েই দেরিতে পৌঁছে বিতর্কের শিরোনামে নাম লেখালেন নায়িকা। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? এমন প্রশ্ন তুলেছেন অনেকে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
যদিও মাধুরী এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা