৭ নভেম্বর তমার মন যে বোঝে না

বিনোদন সময় প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৪
শেয়ার :
৭ নভেম্বর তমার মন যে বোঝে না

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমা দিয়ে এই সময়ে এসে দর্শকের নজর কেড়েছেন তমা মির্জা। অথচ সিনেমায় ক্যারিয়ার শুরু হয়েছিল দেড় দশক আগে। সে সময় অভিনয় করেছিলেন বেশ কিছু সিনেমায়। এসবের মধ্যে এমন কয়েকটি সিনেমা আছে, যেগুলোর শুটিং শেষ হয়নি, আবার কিছু সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি পায়নি। তেমন একটি সিনেমা ‘মন যে বোঝে না’।

এই সিনেমায় তমা অভিনয় করেছিলেন আরিফিন শুভর বিপরীতে। বদলে গেছে সিনেমার নাম। শুধু তা-ই নয়, বদল হয়েছে পরিচালক ও প্রযোজকও।

২০১৩ সালে শ্রীলঙ্কায় শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। তখন নাম ছিল ‘লাভলী : মন বোঝে না’। সিনেমাটি প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের বানানোর কথা থাকলেও শুটিং শুরুর আগে তিনি সরে আসেন। দ্য রেইন পিকচার্সের ব্যানারে সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিনের নির্দেশনায় শুরু হয় শুটিং। দেশে ফিরে তিনি এই সিনেমার দায়িত্ব দেন শাহাদাৎ হোসেন লিটনকে।

এরপর তার নির্দেশনাতেই চলে শুটিং। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি। তবে সিনেমার পরিচালক ও প্রযোজকের দায়িত্বে নেই পুরনো কেউ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমা মুক্তির খবর জানিয়ে পরিচালক আয়েশা সিদ্দিকা জানান, ‘মন যে বোঝে না’ মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। এই সিনেমার প্রতিটি ফ্রেমে আমরা চেষ্টা করেছি সমাজ, জীবন আর মানুষের অনুভূতির গল্প তুলে ধরতে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এই যাত্রাকে সার্থক করবে।