মোংলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩
মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক স্থানে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ৩ মোটরসাইকেলআরহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্বাস আলী ইজারাদারের ছেলে জামির ইজারাদর (৫৫), শেখ শাহাদাত হোসেনের ছেলে মিজান শেখ (৫৫) ও মনিন্দির হালদারের ছেলে হরিপদ হালদার (৬০)। তারা প্রত্যেকেই বাগেরহাটের রামপাল উপজেলার কালেখার বেড়ের বাসিন্দা। তাদের মধ্যে জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মিজান শেখ ও হরিপদ হালদার ব্যাবসা করতে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি অনুষ্ঠান শেষে নিহত জামির ইজাদারের ব্যাক্তিগত মটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে ছিটকে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’