ইরাক যুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
চেনি ২০০১ থেকে ২০০৯ সালের পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র শক্তিগুলোর ইরাক আক্রমণের অন্যতম মূল কেন্দ্রীয় ব্যক্তি ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে ১৯৮৯ থেকে ১৯৯৩ সালের পর্যন্ত তিনি জর্জ বুশ সিনিয়রের প্রশাসনে প্রতিরক্ষা সচিবের দায়িত্বে ছিলেন।
তারও আগে ১৯৭০-এর দশকে চেনি জেরাল্ড ফোর্ডের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন এবং পরে প্রতিনিধি পরিষদে এক দশক কাটিয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
চেনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর জর্জ ডব্লিউ বুশের “সন্ত্রাসবিরোধী যুদ্ধ”-এর কেন্দ্রীয় চরিত্র হিসেবে এবং ইরাক আক্রমণের অন্যতম ব্যক্তি।