ছত্তিশগড়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৮:১৩
শেয়ার :
ছত্তিশগড়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ২

দুর্ঘটনার পরিস্থিতি।

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটছে। মঙ্গলবার ঘটা এই সংঘর্ষে ২জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেল কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে সব ধরনের জরুরি সহায়তা পাঠানো হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।