মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছেন দুইজন। আর আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন উভয় বাসের আরও অন্তত ৩০ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এসময় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে কাজ চলছে।
আমাদের সময়/আরআর