আমি অনেক বেশি এক্সাইটেড: তানজিন তিশা
দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন। নিজেকে তিনি শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না।
তানজিন তিশা বলেন, “আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, আমি সেটাও করব। একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য আমার এই বিরতি প্রয়োজন ছিল।”
তিনি আরও বলেন, “তাই আমি অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা। সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি। একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই। ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।”
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গিয়েছিল তবে তা গেল মাসেই বাস্তবে রূপ নেয়। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান ও তানজিন তিশা।
দেশপ্রেমের ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছর যেকোনো সময়ে সিনেমাটি মুক্তি পাবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/কেইউ