গজারিয়ায় আবারও ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১৩:০১
শেয়ার :
গজারিয়ায় আবারও ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

মুন্সীগঞ্জের গজারিয়ায় একদিনের মাথায় আবারও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে ব্যবসায়ী আলম মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী বাড়ির মালিক ব্যবসায়ী আলম মিয়া জানান, ব্যবসায়ী কাজে আমরা দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকি। সোমবার বিকেলে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় চলে যাই। বাসায় আমার বৃদ্ধ বাবা ও মা ছিলেন। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে ১৫-২০ সদস্যের একটি ডাকাতদল বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। পরে তারা আমার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মানবাধিকার কর্মী এসএম নাসির উদ্দীন বলেন, ‘এলাকায় প্রায় প্রতি রাতে চুরি-ডাকাতি হচ্ছে। স্থানীয় লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকায় পুলিশ উপস্থিত থাকছে বলা হলেও আমরা পুলিশকে দেখতে পাচ্ছি না।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন, ‘৯৯৯ থেকে একটি কল পেয়ে এ বিষয়ে জানতে পারি। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, এর আগে রোববার (২ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালঙ্কারসহ ৫৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আমাদের সময়/আরআর