সৌদিতে বসে মনোনয়নের সুখবর পেলেন বিএনপি নেতা মোতাহার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার ঘোষিত প্রাথমিক তালিকায় সারা দেশের মধ্যে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।
এর মধ্যে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ওমরা পালনে সৌদির পবিত্র মদিনা মনোয়ারায় অবস্থান করছিলেন মোতাহার হোসেন তালুকদার। ওমরা পালনে পবিত্র মদিনা মনোয়ারায় বসে মনোনয়ন প্রাপ্তির সুসংবাদটি পান বিএনপির এই নেতা।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তির সুসংবাদটি পেয়ে পবিত্র মদিনা মনোয়ারায় বসে মো. মোতাহার হোসেন তালুকদার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফুলপুর-তারাকান্দাবাসীর উদ্দেশ্যে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন।
আমাদের সময়/আরআর