কুমার বিশ্বজিতের কথায় কিশোরের গান
এবারই প্রথম পূর্ণাঙ্গ কোনো গান লিখেছেন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সুরও করেছেন তিনি। আর তাতে সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তারই শিষ্য কিশোর দাস। গানের শিরোনাম ‘জটিল মানুষ’।
গানেও ভিডিওতেও থাকছে চমক। এটি নির্মিত হয়েছে গল্পের আদলে। যেখানে কিশোরের সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির আর মুকিত জাকারিয়ার মতো অভিনেতারা। বিশেষ চমক হিসেবে গানটির র্যাপ ও ভিডিওতে মডেল হিসেবে আছেন পান্থ কানাই’র মতো সংগীতশিল্পীও। আর ভিডিওটি নির্মাণ করেছেন আরাফাত সেতু।
কথা, সুর, কণ্ঠ আর ভিডিওর গল্প মিলে জমজমাট এই গানচিত্রটি ইউটিউবে প্রকাশ হয়েছেন গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কুমার বিশ্বজিতের লেখা পূর্ণাঙ্গ কোনো গানে কণ্ঠ দিতে পারাটা কিশোরের কাছে স্বপ্নপূরণের মতো- এমনটাই জানালেন কিশোর। তার ভাষায়, ‘এতো বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে আমার জন্য এ এক পরম পাওয়া। তিনি এর আগে বেশ কয়েকটি গানের স্থায়ী, অন্তরা- এসব লিখেছেন। কিন্তু পুরো একটি গান লেখা এবারই প্রথম। ফলে এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।’
কুমার বিশ্বজিতের সুরে আগেও অডিও ও সিনেমায় কিশোর অন্তত ৭টি গানে কণ্ঠ দিয়েছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
একমাত্র পুত্র নিবিড় কুমারের চিকিৎসার কারণে অনেকদিন ধরেই কানাডায় থাকছেন কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কিশোর আমার ভীষণ স্নেহের। দারুণ গায়, সুর করে। চেষ্টা আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ওর খুব চাওয়া ছিল, আমি যেন নতুন একটা গান লিখে দিই। মূলত ওর আবদার রক্ষার্থে গানটি লেখা ও সুর করা। আমি গানটা শুনেছি, ভালো গেয়েছে। শ্রোতারা ওর কণ্ঠে গানটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’