গাজীপুরে ৬টি আসনের ৪টিতে বিএনপির মনোনয়ন ঘোষণা
গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেন। এদিন গাজীপুরের ৬ আসনের মধ্যে ৪ আসনের প্রার্থীর ঘোষণা করা হয়।
গাজীপুর-২ আসনে মনোনীত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরু করিম রনি। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে। বাবার মৃত্যুর পর গাজীপুর মহানগর বিএনপিকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার পুরষ্কার হিসেবে তিনি মনোনীত হয়েছেন বলে দাবি তার সমর্থকদের।
গাজীপুর-৩ আসনে মনোনীত হয়েছেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু। চিকিৎসক হিসেবে তার সুনাম রয়েছে। এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে কুরিয়েছেন সুনাম। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার এই কর্মকাণ্ডের কারণে বিএনপি তাকে মনোনীত করেছেন বলে দাবি স্থানীয় বিএনপির।
গাজীপুর-৪ আসনে মনোনীত হয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান কমিটির অন্যতম সদস্য শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত আসম হান্নান শাহ’র ছেলে। বিগত আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দল তাকে মনোনীত করেছেন বলে দাবি তার কর্মী-সমর্থকদের।
গাজীপুর-৫ আসনে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি ২০১৮ সালের নির্বাচনে গাজীপুরের ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়ে জেলে থেকে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। গাজীপুরে বিএনপির তৃণমূল পর্যায়ে ফজলুল হক মিলনের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। তার সমর্থকদের দাবি দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
এদিন গাজীপুরের বাকী ২ আসন, গাজীপুর-১ ও গাজীপুর-৬’এর জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।
এদিকে গাজীপুরে ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে। অনেক স্থানে মিষ্টি বি বিতরণ করা হয়।
আমাদের সময়/আরআর