মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আনিসুর রহমান তালুকদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
এদিকে মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই কালকিনি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী বলেন, ‘দলীয় গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে খোকন কর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১/১১-পরবর্তী দুঃসময়ে দলের পাশে ছিলেন বলিষ্ঠভাবে। জেল-জুলুম ও গুমসহ নানান ধরনের হয়রানি উপেক্ষা করে তিনি মাদারীপুর বিএনপিকে সংগঠিত রাখার জন্য কাজ করে গেছেন।’
ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন হিসেবে এবার তাকে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘এই মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের প্রতিফলন। মাদারীপুর-৩ আসনের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’
আমাদের সময়/আরআর