পোকরোভস্কে অগ্রগতির দাবি রাশিয়ার, প্রতিরোধে ইউক্রেন
রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে-যা একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও লজিস্টিক কেন্দ্র এবং গত এক বছরেরও বেশি সময় ধরে তারা এটি দখল করার চেষ্টা করছে। তবে ইউক্রেন বলেছে, তাদের বাহিনী এখনো শহরটি ধরে রেখেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সৈন্যরা পোকরোভস্কের রেলস্টেশন ও শিল্পাঞ্চলের কাছে ঘেরাও অবস্থায় থাকা ইউক্রেনীয় ইউনিটগুলোকে ধ্বংস করছে এবং তারা শহরের প্রিগোরোদনি এলাকায় প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া পোকরোভস্কের কাছের দোব্রোপিলিয়া শহরের আশপাশে ব্যাপক সেনা মোতায়েন করছে-যেখানে এই বছরের শুরুর দিকে ইউক্রেন সফল পাল্টা হামলা চালিয়েছিল।’
জেলেনস্কি আরও বলেন, ‘দোব্রোপিলিয়ার পরিস্থিতি জটিল। রুশ বাহিনী ওই এলাকায় গতি হারালেও তারা নতুন করে সেনা জড়ো করছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি জানান, পোকরোভস্ক এখনো রুশ বাহিনীর তীব্র চাপের মুখে রয়েছে, যদিও গত এক দিনে তারা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। তার ভাষায়, শহরটিতে এখনো প্রায় ৩০০ রুশ সেনা অবস্থান করছে।
ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানান, তার বাহিনী দোব্রোপিলিয়ায় চাপ বাড়িয়েছে, যাতে রাশিয়া পোকরোভস্কের দিক থেকে মনোযোগ সরিয়ে নিতে বাধ্য হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস