আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

বিএনপির কর্মসূচি

সকাল ১১ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় নয়া পল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

দুপুর ৩টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা'র চতুর্থ সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এনসিপির কর্মসূচি

দুপুর আড়াইটায় নাগরিক কোয়ালিশনের আয়োজনে কাওরান বাজারের বিডিবিএল ভবনে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫: নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির পলিসি ও রিসার্চ প্রধান এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফল্লাহ।

বিকেল ৪টায় বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

টিআইবির কর্মসূচি

সকাল ১১টায় ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘বাংলাদেশ জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিটিআরসির কর্মসূচি

সকাল ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান ও বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।

ব্লাস্টের কর্মসূচি

সংবিধান দিবস উপলক্ষে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘সাংবিধানিক অধিকার ও প্রতিকার: ধারাবাহিকতা, সংশোধন ও সম্ভাবনা’ বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

অন্যান্য

সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘কার স্বার্থে আবারও পরিবর্তন ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় ঢাকার ফ্রান্স-জার্মানি দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ বিষয়ে এয়ারবাসের পক্ষ থেকে ‘বাংলাদেশের এভিয়েশন গ্রোথ সম্পর্কে ইউরোপিয়ান ডায়ালগ’ সংলাপের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার এবং এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের যৌথ আয়োজনে বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালা মিলনায়তনে বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে ‘শতবর্ষী ঋত্বিক ঘটক’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আমাদের সময়/ টিটিএ