ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁস /
ইসরায়েলের সাবেক সামরিক আইনজীবী গ্রেপ্তার
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস করার দায়ে সাবেক সামরিক প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
ফাঁস করা ভিডিওতে দেখা যায়- ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি বন্দীকে নির্যাতন করছে।
জাতীয় নিরাপত্তামন্ত্রীর বরাতে জানা যায়, সোমবার রাতে মেজর জেনারেল ইফাত টোমার-ইয়েরুশালমিকে আটক করা হয়। ভিডিওটি ফাঁস করার পর তিনি পদত্যাগ করেন এবং পরে নিখোঁজ হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ভিডিও ফাঁসের ঘটনাটি দেশটি প্রতিষ্ঠার পর থেকে “সবচেয়ে গুরুতর জনসংযোগ আক্রমণগুলোর একটি” হতে পারে।’
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, টোমার-ইয়েরুশালমির গ্রেপ্তারের পর ইসরায়েলে “রাজনৈতিক ও আইনি ঝড়” সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘ভিডিও ফাঁসের ঘটনাটি আসল অপরাধের দিক থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভিডিও ফাঁসের ঘটনা, অথচ খুব কমই আলোচনা হচ্ছে কীভাবে এই অপরাধটি ঘটল।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জাতিসংঘ বলছে, এই ধরনের অপরাধ ইসরায়েলে একটি পদ্ধতিগতভাবে ঘটছে।
নূর ওদেহ বলেন, ‘এটি এমন এক কৌশল, যা অপরাধগুলোর দিক থেকে মনোযোগ সরিয়ে নেওয়া চেষ্টা।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন ও নির্দয় আচরণের অভিযোগ বহু বছর ধরেই উঠছে। তবে গাজায় সর্বশেষ যুদ্ধ শুরুর পর থেকে এই ধরনের নির্যাতনের ঘটনা বেড়েছে, এমনকি কিছু ইসরায়েলি রাজনীতিবিদ এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে বক্তব্যও দিয়েছেন।