নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আজহারুল ইসলাম মান্নান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
এসময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আমরা আন্দোলনে সক্রিয় এবং দলীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদের মধ্য থেকেই সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দিচ্ছি। আলোচনা ও শরিক দলের মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকায় সামান্য পরিবর্তন আসতে পারে।’
এদিকে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওলিউর রহমান আপেল।
দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে তৃণমূলের সমর্থন, দীর্ঘদিনের সাংগঠনিক সক্রিয়তা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই এ আসনে আজহারুল ইসলাম মান্নানের নাম চূড়ান্ত করা হয়েছে।
এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘এ আসনে বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। জনগণ পরিবর্তন চায়।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জের মানুষ আবার এক হয়ে আমার পাশে দাঁড়াবে।’
আমাদের সময়/আরআর