সর্বশেষ জরিপেও এগিয়ে মামদানি

আমাদের সময় ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৬:১২
শেয়ার :
সর্বশেষ জরিপেও এগিয়ে মামদানি


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর মেয়র নির্বাচন আজ। সর্বশেষ পাওয়া নতুন চারটি জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি অন্য প্রার্থীদের তুলনায় সবচেয়ে এগিয়ে আছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভোটাররা সশরীরে ভোটাধিকার প্রয়োগ করবেন আজ। তবে এবার আগাম ভোটের রেকর্ড হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিলের জরিপে দেখা গেছে, মামদানি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে রয়েছেন। এই জরিপে মামদানির প্রতি ৫০ শতাংশ এবং কুমোর প্রতি ২৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া কুমোর থেকে চার পয়েন্ট পিছিয়ে আছেন। স্লিওয়ার প্রতি সমর্থন

রয়েছে ২১ শতাংশ ভোটারের। ৪ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, এখনও সেই সিদ্ধান্ত নেননি। মামদানির সমর্থন গত মাসের তুলনায় ৭ শতাংশ বেড়েছে, কুমোর জনসমর্থন ৩ শতাংশ কমেছে, আর স্লিওয়ার সমর্থন বেড়েছে ১১ শতাংশ। এই জরিপ গত ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়েছে। এতে সম্ভাব্য ভোটার ও যাঁরা ইতোমধ্যে ভোট দিয়েছেন, তাঁরা অংশ নিয়েছেন। তরুণ ভোটারদের মধ্যেও শক্ত অবস্থানে আছেন মামদানি। ৫০ বছরের নিচের ৬৯ শতাংশ ভোটার তাঁকে সমর্থন করছেন। আর ৫০ বছরের বেশি বয়সী ভোটারদের মধ্যে ৩৭ শতাংশ মামদানিকে, ৩১ শতাংশ কুমোকে এবং ২৮ শতাংশ স্লিওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত মারিস্ট নিউইয়র্ক সিটি জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে কুমোর চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন মামদানি। স্লিওয়ার তুলনায় মামদানি প্রায় ৩২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই জরিপ ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়েছে।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপে দেখা গেছে, মামদানি ৪৩ শতাংশ সম্ভাব্য ভোটারের সমর্থন পাচ্ছেন। অন্যদিকে কুমোর প্রতি ৩৩ শতাংশ ও স্লিওয়ার প্রতি মাত্র ১৪ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

তবে ২৭ অক্টোবর প্রকাশিত সাফোক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে, প্রতিযোগিতা আগের তুলনায় কিছুটা কাছাকাছি এসেছে। ২৩ থেকে ২৬ অক্টোবরের জরিপে মামদানির সঙ্গে কুমোর সমর্থনের পার্থক্য ১০ পয়েন্টে নেমে এসেছে। এই জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ ভোটার মামদানির প্রতি এবং ৩৪ শতাংশ কুমোর প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে স্লিওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন ১১ শতাংশ ভোটার।

এদিকে নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি।

নিউইয়র্কে সর্বপ্রথম মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় ২০২১ সালে। ওই নির্বাচনে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়নি। ওই নির্বাচনে এরিক অ্যাডামস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্লিওয়াকে দ্বিগুণের বেশি ভোটে হারিয়েছিলেন।