ভোটে প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক
নির্বাচন কমিশন (ইসি) থেকে চিঠি পাঠানো হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদসংক্রান্ত তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য খতিয়ে দেখা হবে। হলফনামায় উল্লেখ করা স্থাবর সম্পদ ও অর্থের পরিমাণের সঙ্গে বাস্তবে মিল-অমিল খতিয়ে দেখবে দুদক। এক্ষেত্রে গণমাধ্যমও সহায়তা করতে পারে।
দুদক জানায়, অতীতের মতো হলফনামায় প্রার্থীরা যাতে মিথ্যা তথ্য দিতে না পারে সে বিষয়ে তারা তৎপর রয়েছে। বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া গেলে, খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বর্তমান অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। পাশাপাশি
বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়া এবং প্রচারণা শুরু করেছে। গতকাল অন্যতম রাজনৈতিক দল বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?