‘বনের সাদা ভূত’
দক্ষিণ স্পেনের এক অপেশাদার আলোকচিত্রী সাদা রঙের আইবেরীয় লিঙ্কসের অভূতপূর্ব ছবি তুলেছেন। এই বিরল দৃশ্যটি বন্যপ্রাণী পর্যবেক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং গবেষকদের মধ্যে পরিবেশগত কারণে প্রাণীটির গায়ের রঙে কোনো পরিবর্তন এসেছে কিনা, তা নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয়েছে। আলোকচিত্রী অ্যাঞ্জেল হিদালগো ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করে প্রাণীটিকে ‘ভূমধ্যসাগরীয় বনের সাদা ভূত’ বলে বর্ণনা করেছেন।
হিদালগো জানান, জ্যাঁ শহরের কাছে একটি কাঠের এলাকায় বসানো তার ক্যামেরা ট্র্যাপে প্রথম প্রাণীটির ঝলক দেখা যায়। কয়েক সেকেন্ডের সেই ফুটেজে একটি লিঙ্কসকে দেখা গিয়েছিল, যার গায়ে সাধারণত এই প্রজাতির বাদামি ও কালো ছোপের পরিবর্তে সাদা লোম ও গাঢ় ছোপ ছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টির রাতের শেষে যখন সূর্য উঠল, তখনই সৌভাগ্যের মুহূর্ত আসে। হিদালগো বলেন, ‘যখন আমি প্রথমবারের মতো একটি সাদা আইবেরীয় লিঙ্কস দেখলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি বিশ্বাস করতে পারিনি, আমি কী দেখছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস