ক্রিকেট বোর্ডকে ৪৩ ক্লাবের চিঠি

ক্রীড়া প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫১
শেয়ার :
ক্রিকেট বোর্ডকে ৪৩ ক্লাবের চিঠি

সর্বশেষ বিসিবি নির্বাচন বর্জন করেছিল ঢাকার ৪৮টি ক্লাব। তাদের সর্বশেষ দাবি ছিল বিসিবি নির্বাচন পিছিয়ে দেওয়ার। তবে তাদের দাবি না মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। এর পরই সেই ক্লাবগুলো আবারও সংবাদ সম্মেলন ডাকে। সেখানে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা করে ক্লাবগুলো। সেই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা দেওয়া হয়েছিল ক্লাবগুলোর পক্ষ থেকে। তবে সিসিডিএমের পক্ষ থেকে ক্লাবগুলোকে রাজি করানোর তোড়জোড় শুরু হয়।

এবার জানা গেছে ৪৮টি ক্লাবের মধ্যে ৪৩টি ক্লাব বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তবে খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল নিজ নিজ ক্লাবের পক্ষে সেই চিঠিতে স্বাক্ষর করেননি। তারা বিসিবির অধীনে ক্লাব ক্রিকেটে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তামিম ইকবাল গুলশান ক্লাবের সঙ্গে যুক্ত বেশ কিছুদিন ধরেই। আর ওল্ড ডিওএইচএসের সঙ্গে যুক্ত সুজন। ফলে ধরে নেওয়াই যাচ্ছে এই দুটি ক্লাব অংশ নিচ্ছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

এ প্রসঙ্গে বিশ্বস্ত একটি সূত্র বলেন, ‘হ্যাঁ, আমাদের কাছে ৪৩টি ক্লাব চিঠি দিয়েছে। তারা জানিয়েছে বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। তবে সেই ক্লাবগুলোর মধ্যে তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনের ক্লাব নেই।’

এর আগে গত রবিবার ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রোপলিশ (সিসিডিএম) প্রথম বিভাগের ২০টি ক্লাবকে দলবদল ও লিগের তারিখ জানিয়ে চিঠি দিয়েছে। আগামী ৫ ও ৬ নভেম্বর দলবদল, লিগ শুরু ১৮ নভেম্বর। দলবদল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সাত মাসের ব্যবধানে ২০২৫-২৬ লিগ শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ অক্টোবর প্রথম বিভাগের ১৬টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে সভা করে সিসিডিএম। যদিও ক্লাবগুলোর অনেকেই একই বছরে দুটি লিগ খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে বিসিবি ও সিসিডিএম আয়োজিত সব টুর্নামেন্টে অংশগ্রহণ না করা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম। এ ধারার আওতায় কোনো দল লিগে অংশগ্রহণ না করলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে দলটিকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমনের মুখোমুখি হতে হবে।

কোনো দল সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংগ্রহণে ব্যর্থ হলে, কিংবা লিগ শুরু হওয়ার পর প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, সংশ্লিষ্ট দলটি অবিলম্বে অযোগ্য ঘোষণা ও রেলিগেশনের মুখোমুখি হবে। সেই মৌসুমে দলটির পুনরায় অংশগ্রহণের কোনো অধিকার থাকবে না। অযোগ্য ঘোষণার বা প্রত্যাহারের আগে যদি দলটি এক বা একাধিক ম্যাচে অংশ নিয়ে থাকে, তবে সেই সব ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষ দলকে প্রদান করা হবেÑ মূল ফলাফল যা-ই হোক না কেন। দলটি অযোগ্য ঘোষিত হওয়ার পর যেসব দল তাদের বিপক্ষে খেলার সূচিতে ছিল, সেই সব দল স্বয়ংক্রিয়ভাবে ঐ ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে।

আরও পড়ুন:

বিপাকে আলভেস