ফিটনেস ফিরিয়ে আনতেই অভিনয় থেকে দূরে ছিলাম
সারিকা সাবা
ছোট পর্দার জনপ্রিয় মুখ সারিকা সাবা। ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান। অল্প সময়ের মধ্যে তিনি হয়ে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় মুখ। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময় তিনি কিছুটা অনিয়মিত হয়ে যান।
বিরতির পর অভিনয়ে ফেরেন সারিকা সাবা। গত মে মাসে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার দেখা গেল নাটকে। ইউটিউবে প্রকাশ হয়েছে তার অভিনীত নতুন নাটক ‘এমন দিনে তারে বলা যায়’।
নাটকটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। এতে সারিকা রোশনি চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। সারিকা সাবা বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হলো। এ নাটক দিয়ে দুই বছর পর কোনো ফিকশনে কাজ করলাম। মূলত দুটি কারণে বিরতি নিয়েছিলাম। ফিটনেস ফিরিয়ে আনতেই অভিনয় থেকে একটু দূরে ছিলাম। নিজেকে ওইভাবে দেখাতে চাইনি। সত্যি বলতে কী, থাইরয়েডের সমস্যার কারণে প্রতিদিনই ওজন বাড়ছিল। একটা সময় নিজের কাছেই ভালো লাগল না। তাই চিন্তা করলাম, আমাকে ওজন কমাতে হবে। ফলে শুরুতেই আমি খাবারের তালিকা থেকে সব ধরনের বাইরের খাবার ও জাঙ্ক ফুড বাদ দিই। এরপর নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও শরীরচর্চা শুরু করি। এ ছাড়া গুলমোহর ওয়েব সিরিজের প্রস্তুতি, যার জন্য অনেক সময় দিতে হয়েছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নিয়মিতভাবে অভিনয়ে ফিরতে আগ্রহী সারিকা আরও বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নাটকের পর একই ধরনের চরিত্রে কাজ করতে হচ্ছিল, যা আমার ভালো লাগছিল না। আমি সব সময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। যদি এমন চরিত্র পাই, নিয়মিত দর্শকের সামনে থাকব।’
তিনি জানান, শিগগিরই আরও কিছু নতুন কাজের মাধ্যমে দর্শকের সামনে হাজির হবেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল