‘চোখ ভরে কাঁদব’

মিল্টন খন্দকার ও মনির খান জুটির

বিনোদন সময় প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৮
শেয়ার :
‘চোখ ভরে কাঁদব’

মিল্টন খন্দকার ও মনির খান সংগীত জগতের সেরা জুটি। আবারও মিল্টন খন্দকারের কথা ও সুরে মনির খান গাইলেন একটি বিরহের গান। গানের শিরোনাম ‘চোখ ভরে কাঁদব’। গানটি এরই মধ্যে ‘এমকে মিউজিক টুয়েন্টিফোরইউটিউব’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন মনির খান। কারণ দীর্ঘদিন পর মনির খানের কণ্ঠে এই ঘরানার গান প্রকাশ হয়েছে। ৬ মিনিট ১০ সেকেন্ডের এই গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা ছিল মনির খানের।

মনির খান বলেন, ‘মিল্টন ভাইয়ের কথা ও সুরে আমি অনেক গান গেয়েছি। অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। আমার সংগীতজীবনে তার অনেক অবদান রয়েছে। নতুন করে তার লেখা ও সুরে চোখ ভরে কাঁদব গানটি গাইলাম। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিল্টন ভাই চমৎকার লেখেন, দারুণ সুর করেন এটা আসলে নতুন করে বলার কিছু নেই। যথারীতি এই গানটির ক্ষেত্রেও তাই হয়েছে। গানটি প্রকাশের পর থেকে আমি সত্যিই অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে শ্রোতা-ভক্তরা গানটির কমেন্ট বক্সে এত চমৎকার কিছু কথা লিখছেন যা আমাকে সত্যিই আবেগাপ্লুত করে তুলছে।

মিল্টন খন্দকার বলেন, মনির খানের জন্য আবারও সুন্দর কথা ও সুরের গান করেছি। আশা করি শ্রোতা-ভক্তদের গানটি ভালো লাগবে।

১৯৯৬ সালে মিল্টন খন্দকারের কথা ও সুরে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশ হয়েছিল। তারপর আর এই শিল্পীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি প্রায় ৫০টি একক অ্যালবাম এবং তিনশর বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম উপহার দিয়েছেন শ্রোতাদের। শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।‘প্রেমের তাজমহল (২০০১)’, ‘লাল দরিয়া (২০০২)’ ও ‘দুই নয়নের আলো (২০০৫)’।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনির খান বিএনপি থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি ভীষণ আশাবাদী তার এলাকাবাসী (ঝিনাইদহ-৩) তার পাশে থাকবেন।