বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন হয়েছে। রবিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। নতুন সদস্য হয়েছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহ্সান মাহমুদ, আলোকচিত্রী নাসির আলী মামুন ও নাট্যব্যক্তিত্ব কামাল বায়েজীদ।
পরিষদের সভাপতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সহসভাপতি মো. মফিদুর রহমান। অন্য সদস্যরা হলেন- তাজনূভা জাবীন, ড. আবু হেনা আবিদ জাফর, ওয়াহিদ আনাম, মোহাম্মদ তাওকীর ইসলাম, শাহ নূর জালাল, ফারহানা চৌধুরী বেবী, হায়দার আলী সরকার, হামিন আহমেদ, তামান্না রহমান।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে আছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (শিল্পকলা অধিশাখা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা