পরিদর্শক হলেন ২৭৩ এসআই

অনলাইন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ২০:১৭
শেয়ার :
পরিদর্শক হলেন ২৭৩ এসআই

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২৭৩ জন কর্মকর্তা। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৪৮ জন নিরস্ত্র উপ-পরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপ-পরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমাদের সময়/আরডি