টঙ্গীতে এক পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৭
শেয়ার :
টঙ্গীতে এক পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে টঙ্গীতে ভিয়েলাটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকেরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন কর্তৃপক্ষ কারখানাটির প্রধান ফটকে একটি নোটিশ টানিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরে তারা বিক্ষোভ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, বিদেশি বায়ারের বরাদ্দ ইন্সেন্টিভ নিয়ে কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করে। ব্যবস্থাপনার কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিয়ে উৎপাদন বিঘ্নিত হয়। এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। কর্মপরিবেশ নিরাপদ না থাকায় শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী ৩ নভেম্বর থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানাতে কর্মরত শ্রমিকরা জানান, সোমবার সকালে কাজে যোগদান করতে এসে দেখেন কারখানার প্রধান ফটককে তালা ঝুলানো। এ সময় কারখানাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখে শঙ্কিত হয়ে পড়েন তারা।

পুলিশ জানায়, কারখানা বন্ধের জেরে কারখানার ৫০০ থেকে ৬০০ শ্রমিক জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদেরকে কারখানা থেকে দূরে সরিয়ে দেয়। এ সময় ১৫০ থেকে ২০০ শ্রমিক একত্রিত হয়ে পাশে থাকা দেওলি ফ্যাশন লি. ও মাসকো গ্রুপ ফ্যাক্টরিতে ইট পাটকেল নিক্ষেপ করে কিছু গ্লাস ভাঙচুর করে। পরবর্তীতে সকাল দশটার দিকে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তাদেরকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

এ বিষয়ে কারখানার এইচআর এডমিন মাহবুব আলম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানা বন্ধ একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়ে প্রশাসন বলতে পারবে।’

এ বিষয়ে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম রেজা জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ প্রস্তুত রয়েছে।

আমাদের সময়/আরডি