৫৯তম বিশ্ব ইজতেমা কবে, যা জানা গেল
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৫৯তম বিশ্ব ইজতেমা আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলীগ জামাতের শুরায়ে নেজাম। এ সময় গত বছর বিশ্ব ইজতেমা মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তারসহ বিচারের দাবি জানান তারা।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সোমবারের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাবলিগের কার্যক্রম শুরায়ে নেজামের তত্ত্বাবধানেই হবে। বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির কথা বলেন বক্তারা।
এ সময় মার্চ মাসের ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করতে সরকারের বিভিন্ন সংস্থাকে অনুরোধ করেন শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়,৫৮ তম বিশ্ব ইজতেমা আয়োজনে সাদপন্থীদের মাধ্যমে ইজতেমায় হামলা হয়েছে। তবে এ ঘটনার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সাদপন্থীরা ইজতেমা আয়োজনের কোনো অধিকার রাখে না। তারপরও তারা চেষ্টা করলে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আমাদের সময়/আরডি