ঢাকার আসনগুলোতে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন পাওয়াদের মধ্যে ঢাকা-১ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইসরাক হোসেন, ঢাকা-৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এ ছাড়া ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন এম এ কাইয়ুম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আমাদের সময়/জেআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?