কাশ্মীরে ‘নয়া মানুষ’

বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১৭:২২
শেয়ার :
কাশ্মীরে ‘নয়া মানুষ’

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’র পঞ্চম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের সিনেমা ‘নয়া মানুষ’। যা নির্মিত হয়েছে দেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন নিয়ে।

এই ফেস্টিভ্যালে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের সিনেমার সঙ্গে বাংলাদেশের ‘নয়া মানুষ’ও প্রদর্শিত হবে।

আ. মা. ম. হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান বলেন, ‘আমি যখন গল্পটি লিখি তখন এত চিন্তা করে লিখিনি, কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছি তা অকল্পনীয়। বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের মূল দর্শন তুলে ধরছে “নয়া মানুষ”।’

সিনেমার নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “নয়া মানুষ” বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে এটি প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেবে।’

বলা দরকার, ‘নয়া মানুষ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের ৬ ডিসেম্বর।