প্রেমের টানে পাকিস্তানি তরুণী বাংলাদেশে: বিয়ে করলেন নওগাঁর তরুণকে

নওগাঁ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ১৭:০০
শেয়ার :
প্রেমের টানে পাকিস্তানি তরুণী বাংলাদেশে: বিয়ে করলেন নওগাঁর তরুণকে

তাদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। দুই জনেই বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন তারা ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ছেড়ে সীমানা পেরিয়ে বাংলাদেশের নওগাঁয়ের আত্রাইয়ে এসে প্রেমিক রবিউল হোসেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ। এদিকে এলাকাবাসী ভিনদেশি নববধূকে দেখতে ভিড় করছেন।

জানা যায়, নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম জীবিকার তাগিদে রাশিয়ায় পাড়ি জমান। ফাইজা পড়াশোনার সুবাদে রাশিয়ায় থাকতেন, সেখানেই তাদের পরিচয় ও প্রেম।

রবিউল ইসলাম বলেন, ‘আমি জীবিকার তাগিদে রাশিয়ায় যাই। বিদেশ জীবনের একপর্যায়ে ২০২৩ সালে ফাইজার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে ফাইজা তার পরিবারকে আমাদের সম্পর্কের বিষয়ে জানান। প্রথমে ফাইজার বাবা-মা সম্পর্ক নিয়ে একটু মনক্ষুন্ন ছিলেন। পরে পরিবারের সম্মতিতে ফাইজার সঙ্গে গত ২২ আগষ্ট পাকিস্তানে আমাদের বিয়ে হয়।’

পাকিস্তানি তরুণী ফাইজা বলেন, ‘আমি বাবা-মার তৃতীয় সন্তান। আমি রাশিয়াতে পড়াশোনা করার সময় রবিউলের সঙ্গে পরিচয় হয়। আমি রবিউলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। রবিউলের পরিবারের সদস্যরা আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এ ছাড়াও এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে মনে হচ্ছে, অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় আছে।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশে নাগরিক হয়ে চিকিৎসক পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই।’

রবিউল ইসলামের বাবা আব্দুল মন্ডল বলেন, ‘উভয়পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছে মানুষ। বউ দেখে এলাকার মানুষও প্রশংসা করছে।’

এ ব্যাপারে সাহাগোলা ইউপি চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ বলেন, ‘রোববার (২ নভেম্বর) রবিউল ইসলাম ও ফাইজা আমজাদ আমার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসেছিলেন। আমিও তাদের সঙ্গে কথা-বার্তা বলেছি। তারা আমাকে জানান, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন।’

এদিকে আগে সোশ্যাল মিডিয়া বা খবরে বিদেশি মেয়েরা বাঙালি ছেলের প্রেমের টানে চলে আসে- এমন খবর দেখলেও এখন তা নিজের চোখে দেখে অভিভূত স্থানীয়রা।

আমাদের সময়/আরডি