এবার ওটিটিতে ‘নীলচক্র’

বিনোদন প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫, ১৩:০২
শেয়ার :
এবার ওটিটিতে ‘নীলচক্র’

চলতি বছর কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর অভিনীত সিনেমা ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। দেশের গণ্ডি পেরিয়ে এরপর এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্র ও কানাডায়। সবখানেই প্রশংসিত হয় সিনেমাটি। এবার ঘরে বসে দেখা যাবে শুভ-মন্দিরার সিনেমাটি, ‘নীলচক্র’ মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের পর্দায়।

সম্প্রতি নীলচক্র’র একটি টিজার প্রকাশ করেছে আইস্ক্রিন। প্রায় পৌনে এক মিনিটের টিজারটি প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্মটি লিখেছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য- এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা ‘নীলচক্র’।

নীলচক্র শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক।

পরিচালক মিঠু খান বলেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ, অথচ অস্বীকারযোগ্য নয়- এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না।’

যোগ করে তিনি আরও বলেন, ‘ব্লু ফিল্ম র‍্যাকেট যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগত, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিল্যাটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।’

এতে শুভ-মন্দিরা ছাড়াও আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে- সেই চূড়ান্ত তারিখ এখনও জানায়নি আইস্ক্রিন। শুধু জানা যায়, শিগগিরই আইস্ক্রিন-এ দেখা যাবে এই সাসপেন্স থ্রিলার!

আমাদের সময়/ এসএ