গণভোটের বিষয়ে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার

অনলাইন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১২:৫১
শেয়ার :
গণভোটের বিষয়ে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার

গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা। 

তিনি বলেন, ‘গণভোট কবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে যে রাজনৈতিক মতভেদ রয়েছে, তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের সুযোগ নেই। সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।’

লিখিত বক্তব্য শেষে অল্প কয়েকটি প্রশ্ন নেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ‘রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসার ব্যবস্থা বহুবার করে দিয়েছে সরকার। এবার আর তা করা হবে না।’ যেহেতু ফ্যাসিবাদবিরোধী দলগুলো একসঙ্গে বসে আগেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এবারও তারা তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আমাদের সময়/এআই