পা পিছলে ট্রেনের নিচে, পরে হাসপাতালে মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ১২:৩২
শেয়ার :
পা পিছলে ট্রেনের নিচে, পরে হাসপাতালে মৃত্যু

বাড়ি ফিরতে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান জামাল উদ্দিন। মুহূর্তেই পা পিছলে পড়ে যান নিচে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। 

এদিন রাত ৯টা ১০ মিনিটে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের রেলগেটে ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা।

নিহত জালাল উদ্দিন (৫০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চড় আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিধিয়ার চড় গ্রামের বেপারীপাড়া এলাকার মৃত তৈয়ব উদ্দিনের ছেলে।তিনি শ্রীপুর বাজারে সবজি বিক্রি করতে আসতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টা ১০ মিনিটে শ্রীপুর স্টেশনে দেওয়ানঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেন দুটি দাড়িয়ে ছিল। ট্রেন ছাড়ার মুহূর্তে জালাল দৌড়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে যান। এ সময় পা পিছলে তিনি কমিউটার এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যান। ট্রেনটি তাকে টেনে-হিঁছড়ে প্রায় ৪০ ফুট দূরে নিয়ে যায়। এর পর প্রায় এক মিনিট তিনি ট্রেনের নিচে পড়ে থাকেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক মিসবাহ উদ্দিন বলেন, ‘ওই ব্যক্তি দৌড়ে যাওয়ার সময় নিষেধ করেছিলাম। তবু সে দৌড়ে গিয়ে পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। তাকে রক্ষা করার সুযোগ ছিল না। ট্রেন চলে যাওয়ার পর তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পড়ে জানতে পারি, জালাল আমার নিজ ইউনিয়নের বাসিন্দা।তিনি রাতে মারা গেছেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতু্ল ফেরদৌস জানান, রাতে গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চড়আলগী ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম দুলু জানান, শ্রীপুরে জালাল ট্রেন দুর্ঘটনায় আহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বেলা ১১টায় নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে শ্রীপুর স্টেশনের কর্মরত মাস্টার মো. সাইদুর রহমান বলেন, ‘রাতে স্টশনে দুটি ট্রেন দাঁড়িয়ে ছিল। শুনেছি একটি লোক দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু্লিশ পাঠানো হয়। ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পু্লিশ ব্যবস্থা নেবে।

আমাদের সময়/এএস